সিরাজগঞ্জে ২৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩, ০৫:৪৬ পিএম

সিরাজগঞ্জ মহাসড়কে প্রাইভেটকারে ২৩ কেজি গাঁজা সরবরাহের সময় ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. আবুল হাসেম সবুজ।

গাঁজা সরবরাহের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার জেলার লালমাই থানার রতনপুর (ধর্মপুর) বাজারের মৃত চারু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩৫) ও সুনামগঞ্জ জেলা সদরের কান্দিগাঁও ছড়ারপার এলাকার মানিক মিয়ার ছেলে লিটন মিয়া (২২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ গোলচত্বরে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। 

এ সময় ঢাকা থেকে সিরাজগঞ্জগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৩ কেজি ৪২০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। পরে এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এইচআর