যশোর-মাগুরা মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ২০

যশোর প্রতিনিধি প্রকাশিত: মে ৩, ২০২৩, ০৫:৩৯ পিএম

যশোর-মাগুরা মহাসড়কে বাস উল্টে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। বুধবার (৩ মে)  সকাল ৭টার দিকে যশোর সদরের কোদালিয়া মোড়ে পোল ভেঙে বাস উল্টে খাদে পড়ে যায়।

ঢাকা মেট্রো ব- ১৪-১৬৫৪ নাম্বারের লোকাল বাস যশোর থেকে মাগুরা যাচ্ছিল। কোদালিয়া মোড় ঘোরার সময় ব্যালেন্স হারিয়ে ডানদিকে পড়ে, বিদ্যুৎ পোল ভেঙে বাস উল্টে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহতদের যশোর ২৫০ শয্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে বাসু কর্মকার (৪৫)নামে এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী গ্রামের মধু কর্মকারের ছেলে।

স্থানীয় ইছালী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই মোকাররম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি বারোবাজার হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।