পৌনে ৭ ঘণ্টা পর উল্লাপাড়ায় ট্রেন চলাচল স্বাভাবিক

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মে ৫, ২০২৩, ১১:৪৫ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী আহসানুর রহমান বলেন, দুপুর পৌনে ২টার দিকে স্টেশন এলাকায় মালবাহী ট্রেনটি ঘোরানোর সময় দুটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। তারা জোরালো চেষ্টা চালিয়ে রাত ৮টা ২ মিনিটের দিকে কাজ শেষ হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারের পর বিভিন্ন স্টেশনে আটকে পড়া একতা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, সিল্কসিটি ও মৈত্রী এক্সপ্রেস গন্তব্যে ছেড়ে গেছে।

আরএস