ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি ঘর পুড়ে ছাই

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি প্রকাশিত: মে ১০, ২০২৩, ১২:৪৫ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই পরিবারের ৪ ভাইয়ের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা ৬ টায় উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের আমজুয়ান (বাজেবকসা) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, বাজে বকসা গ্রামের রাজেকুল, সাদেকুল, রফিকুল ও শফিরুল ৪ ভাই একটি বাড়িতেই বসবাস করে। 

ঘটনার দিন ধান সিদ্ধ করা চুলার আগুন থেকে মূল অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫ টি গোয়াল ঘর, ৫ টি রান্না ঘর, ৪ টি খড়িঘর ও ১ টি খড়ের গোদাসহ মোট ১৫ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। 

খবর পেয়ে দ্রুত রাণীশংকৈল ফায়ার সার্ভিরের দুটি ইউনিট স্টেশন ইনচার্জ নাসিম ইকবালের নেতৃত্বে ৩০ মিনিট অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ইনচার্জ বলেন, সবমিলে প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

রাণীশংকৈল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা, ভাইস চেয়ারম্যান শেফলি বেগম, পিআইও স্যামুইল মার্ডি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ক্ষতিগ্রস্থদের তাৎক্ষণিক তাদের শুকনো খাবার সামগ্রীর প্যাকেট, কম্বল ও আর্থিক সহায়তা করেন।

এইচআর