পবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

পবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: মে ২১, ২০২৩, ১২:০৩ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গণরুম থেকে জুনিয়র শিক্ষার্থীদের রুমে তোলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২০ মে) রাত ৮টার দিকে  শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের সমর্থকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১১৯ নম্বর রুমে গণরুমের জুনিয়র শিক্ষার্থীদের তুলে দিতে যায়। 

পরবর্তীতে সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের সমর্থকরা বাধা দেয়। মুহূর্তেই কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান আছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. জাহিদ হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বর ব্যস্ত পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনিও ফোন রিসিভ করেননি।

এইচআর