জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে রোববার (২৮ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ এর সামনে থেকে একটি র্যালি বের হয়ে পুনরায় একই জায়গায় শেষ হয়ে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামিউল হক মুক্তার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
সভায় এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক, রফিকুল ইসলাম সোহেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, ওসি তদন্ত ইস্কান্দার হাবিব প্রমুখ।
সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ নকলা প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।ৎ
আরএস