মনপুরায় হরিণের গোস্তসহ যুবক গ্রেপ্তার

মনপুরা (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: মে ৩০, ২০২৩, ০৬:২৮ পিএম

ভোলার মনপুরায় হরিণের গোস্তসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছে থেকে ১৫ কেজি হরিণের গোস্ত জব্দ করা হয়।

মঙ্গলবার বিকেলে ওই যুবককে ভোলার আদালতে পাঠানো হয়েছে।

সোমবার গভীর রাতে চরযতিন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. কালু (২৮)। তিনি উপজেলার ঈশ্বরগঞ্জ ৭ নম্বর ওয়ার্ডের গেদু সর্দারের ছেলে।

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানার পুলিশ সোমবার রাত দেড়টার দিকে চরযতিন ৪ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিসের উত্তর পাশে সদর রোড এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে ১৫ কেজি হরিণের গোস্তসহ মো. কালুকে গ্রেপ্তার করা হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ আহমেদ আমার সংবাদকে বলেন, ‘এই হরিণের মাংস বিক্রির সঙ্গে আরও ছয়জন জড়িত রয়েছেন। তাই গ্রেপ্তারকৃত কালুকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মনপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

এইচআর