খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার কর্মরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জুন) দুপুরের দিকে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অভিষেক অনুষ্ঠানে মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেমে`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র ও মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. শামছুল হক।
স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্যাহ।
এসময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এ্যন্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, তবলছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, আলুটিলা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো:এরশাদ আলী, গোমতি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো:নুরুল হুদা, বেলছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন প্রমুখ।
এর আগে গেল ৩০ এপ্রিল এক সভায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেমকে সভাপতি ও তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমকে সাধারন সম্পাদক এবং মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এ্যন্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলামকে সংগঠনিক সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট মাটিরাঙ্গা উপজেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এসোসিয়েশনের কমিটি গঠিত হয়।
অনুষ্ঠানে, মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগনসহ অনেকে উপস্থিত ছিলেন।
নবগঠিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এসোসিয়েশনের নেতৃবৃন্দরা বলেন, মাটিরাঙ্গা উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত ও গতিশীল করা, মাধ্যমিক ও সমমান স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন আন্দোলন, ও বাস্তমূখী করতে নিজেদের করনীয় সম্পর্কে আলোচনা করা হয়। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা।
আরএস