ফেনীর ২ লাখ ৪৪ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২৩, ০৪:২৫ পিএম

‘ভিটামিন-এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান- এ স্লোগানে ফেনীতে আগামী ১৮ জুন দুই লাখ ৪৪ হাজার ১৫২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার (১৪ জুন) জেলার সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা এস.এম. আল-আমিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌস, ডা. আসিফ উদ দৌলা সিফাত, ডা. রাশেদুল হাসান প্রমুখ।

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আসিফ উদ-দৌলা সিফাত জানান, জেলার ৬টি উপজেলার ৪২টি ইউনিয়নে ও ৫টি পৌরসভায় ৬-৯ মাস বয়সী ৩০ হাজার ৩৬১ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ৬-১১ মাস বয়সী ২ লাখ ১৩ হাজার ৭৯১ লাল রঙের  ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ওইদিন সকাল ৮টা-বিকেল ৪টা পর্যন্ত এসব ক্যাপসুল খাওয়ানোর জন্য ১ হাজার ১০৫টি অস্থায়ী কেন্দ্র ও ৭টি স্থায়ী কেন্দ্র, ভ্রাম্যমাণ ৩০টি সহ মোট এক হাজার ১৪২টি কেন্দ্র থাকবে। এজন্য জেলায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বেসরকারি স্বেচ্ছাসেবকসহ ২ হাজার ৭৪১ জন কর্মী নিয়োজিত থাকবেন।

এআরএস