নেত্রকোণার পূর্বধলায় সাংবাদিক নাদিম হত্যার বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি প্রকাশিত: জুন ১৯, ২০২৩, ০৪:২৮ পিএম

নেত্রকোণার পূর্বধলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার সাথে জড়িত খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জুন) বেলা ২টায় পূর্বধলায় কর্মরত সাংবাদিকবৃন্দের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময়ের উপজেলা  প্রতিনিধি হাবিবুর রহমান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, ইত্তেফাক পত্রিকার উপজেলা  প্রতিনিধি মো. শফিকুল ইসলাম শাহীন, দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি সুমন রাহাত। 

একুশে সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. সাইদুল ইসলাম, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মো. আমিনুল ইসলাম মন্ডল,  মুক্ত আলো জেলা প্রতিনিধি মো. আল আমিন শেখ, নিউজ ২১ স্টাফ রিপোর্টার তৌহিদুল কবির রাসেল, রূপবানীর প্রতিনিধি মো. শামীম মন্ডল, দেশ প্রতিদিন জেলা প্রতিনিধি মো. সাগর আহমেদ, এফএম ৯৮.৮ কৃষি রেডিও মো. হুমায়ুন কবির (হিমু) প্রমুখ।

বক্তারা বলেন, দেশে সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়ন করতে হবে। নাদিম সত্য কথা লিখতে গিয়ে তার জীবন দিয়ে গেলেন। তাই যারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত বিচার ও আইনের আওতায় আনার পাশাপাশি  সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

আরএস