হিলি স্থলবন্দরে এক দিনে ২শ‍‍`৬০ মে.টন মসলা আমদানি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: জুন ২০, ২০২৩, ১২:৩৭ পিএম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে মসলার আমদানি বাড়িয়ে দিয়েছে বন্দরের আমদানিকারকরা। কোরবানীর ঈদে মসলার বাড়তি চাহিদার কারনে আমদানি বৃদ্ধি পেয়েছে, একদিনেই ২শ‍‍`৬০ মে.টন মসলা আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। সংশ্লিষ্টরা বলছেন ঈদকে ঘিরে মসলার দাম বৃদ্ধি পাওয়ার কোন সম্ভবনা নেই।

হিলি স্থলবন্দর সূত্রে জানাযায়, সোমবার (১৯) জুন একদিনে ভারতীয় ৭টি ট্রাকে ২০০ মেট্রিকটন জিরা, ১টি ট্রাকে ১৬ মেট্রিকটন আদা, ১টি ট্রাকে ২৪ মেট্রিকটন মৌরী ও ১টি ট্রাকে ২০ মেট্রিকটন ধনিয়া অর্থাৎ ভারতীয় ১০ টি ট্রাকে মোট ২৬০ মেট্রিকটন মসলাজতীয় পণ্য আমদানি করা হয়েছে। এবং আরও  ৫০টি ট্রাকে ১ হাজার ৫০০ মেট্রিকটন ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, কুরবানির ঈদে মসলার বাড়তি চাহিদার কথা বিবেচনা করে ও দেশের বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে মসলা আমদানি বৃদ্ধি করা হয়েছে।

হিলি স্থলশুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার বায়জিদ হোসেন বলেন, কুরবানীর ঈদকে ঘিরে হিলি স্থলবন্দর দিয়ে মসলাজতীয় পণ্যের আমদানি বৃদ্ধি পেয়েছে। ফলে বন্দরের রাজস্ব আদায়ও বৃদ্ধি পেয়েছে।

এইচআর