ফেনীর ৯ গুনীকে শিক্ষা সম্মাননা প্রদান

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জুন ২১, ২০২৩, ০৮:৩৬ পিএম

এ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে যাঁদের বিশেষ ভূমিকা রয়েছে সেইসব শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী ৯ গুনী ব্যক্তিদের ‘শিক্ষা সম্মননা-২০২৩’ প্রদান করেছে স্থানীয় দৈনিক ফেনীর সময়। পত্রিকাটির ১৫বর্ষে পদার্পন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের সম্মাননা সূচক ক্রেষ্ট, উত্তরীয় ও উপহার দেয়া হয়।

বুধবার (২১ জুন) বিকালে শহরের বেষ্ট ইন চাইনীজ রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি পিপি হাফেজ আহম্মদ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, সদন উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন।

স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা: তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ, বিএমএ সভাপতি ডা: সাহেদুল ইসলাম ভূঞা কাওসার, ফেনী রিপোর্টার্স ইউনিটি ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি শুকদেব নাথ তপন, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি ও সময় টিভি সিনিয়র রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশ নেন।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ফেনী সরকারী কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ও ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজের প্রাক্তণ অধ্যক্ষ অধ্যাপক রফিক রহমান ভূঁইয়া, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডিএ বিলকিস আরা চৌধুরী, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

অপরাপর সম্মাননাপ্রাপ্তরা হলেন- আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল হাসেম (মরনোত্তর), ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জালাল উদ্দিন আহমদ (মরনোত্তর), ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও আমৃত্যু সভাপতি কামাল হাসান চৌধুরী (মরনোত্তর), সোনাগাজীর আমিরাবাদ বিসি লাহা উচ্চ বিদ্যালয়ের আমৃত্যু সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই (মরনোত্তর), ছাগলনাইয়ার মৌলভী সামছুল করিম কলেজ ও নুরুন নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুন নেওয়াজ সেলিম ও দাগনভূঞার সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৌলভী ছাঈদুর রহমান (মরনোত্তর)।

আরএস