শিবগঞ্জে আইএফআইসি ব্যাংকের পিয়ন ১২ দিন ধরে নিখোঁজ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৩, ২০২৩, ০৮:১০ পিএম

বগুড়ার শিবগঞ্জে আইএফআইসি ব্যাংকের পিয়ন ফয়সাল ১২দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে পরিবারের পক্ষ খেকে থানায় জিডি করা হয়েছে।  

জানা যায় , শিবগঞ্জ পৌর এলাকার সুলতানপুর নয়াপাড়া গ্রামের মৃত চুন্নুমিয়ার ছেলে ও আইএফআইসি ব্যাংকে কিচক উপ-শাখার পিয়ন ফয়সাল আহমেদ (২৮) গত ১২ জুন দুপুর থেকে নিখোঁজ হন। তার কোন সন্ধান না পেয়ে তার মা ফাতেমা খাতুন শিবগঞ্জ থানায় জিডি করেন।

এ ব্যাপারে ফয়সালের মা বলেন, আমার ছেলে তার বউকে বাবার বাড়িতে রাখতে গত ১২ জুন বগুড়া সদরের ছোট কুমড়া গ্রামে যায়। ওই দিনেই আমার ছেলের কিচক তার কর্মস্থলে ফেরার কথা। তারপর থেকে আমার ছেলে বাড়ি ফিরেনি।

এ ব্যাপারে আইএফআইসি ব্যাংক কিচক উপ-শাখার ইনচার্জ আব্দুল আওয়াল বলেন, ফয়সাল এই ব্যাংকে প্রায় দেড় বছর ধরে পিয়ন পদে কর্মরত আছেন। হঠাৎ গত ১২ জুন দুপুর ২টার  পর ব্যাংক থেকে বের হয়ে তিনি আর ব্যাংকে ফিরে আসেনি।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি আব্দুল রউফ জানান, পিয়ন ফয়সালের কাছে থেকে অনেকেই বেশ কিছু টাকা পায়। তাই সে পাওনাদারদের ভয়ে আত্মগোপনে আছেন না তাকে কেউ অপহরণ করেছে, বিষয়টি  খতিয়ে দেখা হচ্ছে।

এইচআর