মহাদেবপুরে প্রকাশ্য দিবালোকে বাড়িঘরে হামলা, লুটপাট

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৪, ২০২৩, ০৭:০৮ পিএম

নওগাঁর মহাদেবপুরে প্রকাশ্য দিবালোকে বাড়িঘরে হামলা, মারপিট করে লুটপাটের অভিযোগ করা হয়েছে। এব্যাপারে মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে মহাদেবপুর থানায় একটি এজাহার দেয়া হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলার চেরাগপুর ইউনিয়নের উত্তর ঈশ্বরপুর গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন যে, পূর্ব শত্রুতার জের ধরে জেলার নিয়ামতপুর উপজেলার পাইকরা বালিকাপাড়া গ্রামের আফতাব উদ্দিনের নেতৃত্বে আফজাল আলী ওরফে হোসেন, মহাদেবপুর উপজেলা সদরের দুলালপাড়া গ্রামের ডিএম আসাদুজ্জামান রতন, নওশাদ আলী বেপারী, হোসেনপুর গ্রামের খোকন আলীসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জন গত সোমবার (৩ জুলাই) দুপুরে মোস্তাফিজুরের বাড়িঘরে হামলা চালায়। তারা মোস্তাফিজুর ও তার মা সামছুন্নাহারকে মারপিট করে আটকে রেখে বাক্স ভেঙ্গে স্বর্নালংকার, নগদ টাকা, এলইডি টিভি ও একটি বিদেশী গাভী লুট করে নিয়ে যায়। বাধা দিলে রতন ও নওশাদ নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে তাদের নানান হুমকি দেয়।

মহাদেবপুর থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরএস