যশোরে র‌্যাবের অভিযানে ভারতীয় পণ্যসহ ১২ কারবারি আটক

যশোর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১০, ২০২৩, ০৫:১৫ পিএম

যশোরে চোরাচালানী পণ্যসহ ১২ চোরাকারবারি আটক করেছে র্্যাব। আজ সোমবার ভোরে যশোর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

আটককৃত চোরাকারবারিরা হচ্ছে পাবনার সাথিয়া থানার নাগডেমরা গ্রামের সফির প্রামানিকের ছেলে মোঃ সরোয়ার হোসেন(৪৩), খুলনার সোনাডাঙ্গা মডেল থানার আরবপুর, গোরাপাড়া গ্রামের শুকুমার দাসের ছেলে শুভ দাস(২৫), সোনাডাঙ্গা মডেল থানার সোনাডাঙ্গা গ্রামের শুভ দাসের স্ত্রী টুম্পা দাস(২৩), যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার  সবুজ হাওলাদারের স্ত্রী জোসনা খাতুন(৩২), রেলস্টেশন হরিজন কলোনীর মৃত রাম কুমার দাসের স্ত্রী রীনা রানী দাস(৪৮), ছেলে দিপু কুমার দাস(২৬), রেলগেট কলাবাগন পাড়ার আবু তাহেরের স্ত্রী সালমা বেগম(৫০),  রেলগেট পশ্চিম পাড়ার  মৃত সালাম হাওলাদারের মেয়ে ফুলি বেগম (৪২), শার্শা উপজেলার ভবেরবেড় মধ্যপাড়ার মৃত আলী হোসেনের মেয়ে শিল্পি বেগম(৪৮), আব্দুর নুর রিপনের স্ত্রী রুপালী খাতুন(৩২), নাজমুল হোসেনের স্ত্রী কুলসুম খাতুন(২৩), অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের হাশেম আলীর স্ত্রী লিলি বেগম(৪০)।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্্যাবের একটি  দল আজ সোমবার ভোরে রেলস্টেশন হরিজন পল্লীএলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় ২৪২ পিস বডি স্প্রে, ২ হাজার ১১ পিস ফেইস ওয়াস, ৯৪ পিস তেল, ১ হাজার ৬১৬ পিস শন পাপড়ী, ৫২০ পিস নেহা মেহেদী, ২৫২ পিস কোলগেট পেস্ট, ৬ হাজার ৮০ পিস  বিভিন্ন ধরনের ক্রিম, ২০০ পিস ডাব সাবান , ৮১ পিস শ্যাম্পুসহ ১২জন চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতীয় মেহেদী, তেল, সাবান, শ্যাম্পু, বডি স্প্রে, ফেস ওয়াশ,পেস্ট  সহ ভারতীয় প্রসাধনী পণ্য-সামগ্রী বাংলাদেশে এনে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায়  নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

আরএস