গাংনীতে বিভিন্ন রােগে আক্রান্ত রােগী ও ভিক্ষুদের মাঝে চেক বিতরণ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১১, ২০২৩, ০৮:১৫ পিএম

মেহেরপুরের গাংনীতে  ক্যান্সার,কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড,থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের এককালিন সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই)  বিকেল ৪ টার দিকে গাংনী   উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এসব চেক বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় চেক বিতরণের আয়োজন করে।

উপজেলার বিভিন্ন গ্রামের ৩৪ জন জটিল রোগীকে জন প্রতি ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। সেই সাথে ২০ জন ভিক্ষুককে পূনর্বাসন করার জন্য জন প্রতি ৪৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। মোট ৫৪ জনকে ২৬ লক্ষ টাকার চেক বিতারন করেন।  চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী)  আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন এমপি। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, মেহেরপুর জেলা সমাজসেবার উপ- পরিচালক ( ভারপ্রাপ্ত) কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, মেহেরপুর জেলা সমাজসেবা অফিসের সমাজসেবা রেজিষ্ট্রেশন অফিসার কাজি মোঃ আবুল মুনসুর,  বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, মেহেরপুর জেলা জাতীয় পাটির জেপি সভাপতি আবদুল হালিম, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল আহমেদ, কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রানা, তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হুদা পচু, ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ  আলম হুসাইন, বামুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মোঃ ওবাইদুর রহমান কমল, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গেলাম সাকলায়েন সেপু,ষোলোটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পাশা,প্রমুখ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার  মোঃ  আরশেদ আলী। অনুষ্ঠান শেষে জটিল রোগী ও ভিক্ষুদের মাঝে চেক বিতারন করেন। 

আরএস