কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের ১১তম মৃতুবার্ষির্কী পালিত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩, ০৬:১৫ পিএম

নেত্রকোনার কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় জন নন্দিত কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার উপজেলার কুতুবপুর গ্রামে প্রয়াত হুমায়ূন আহমেদের হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে সারাদিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল স্কুল প্রাঙ্গনে পবিত্র কুরআন তেলওয়াত, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‍্যালী, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।

এছাড়াও হুমায়ুন আহমেদকে নিয়ে শিক্ষার্থীদের স্ব-রচিত কবিতা পাঠ,ছবি আঁকা।

পরে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান আকন্দ, সহকারী প্রধান শিক্ষকসহ অন্যআন্য শিক্ষকবৃন্দ, লেখক হুমায়ুন আহমেদের চাচাত ভাই-বখতিয়ার আহমেদ আযম, ম্যানেজিং কমিটির সদস্য -কাজী আলমগীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, প্রতিবছর আমরা স্যারের হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠে স্যারের প্রয়াত সহ বিভিন্ন দিবস পালন করে থাকি।

হুমায়ুন আহমেদ স্যার ২০০৬ সালে তার বাবার স্মৃতি রক্ষার্থে গ্রামের বাড়ি কেন্দুয়ার কুতুবপুর গ্রামে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন।

বর্তমানে ষষ্ঠ শ্রেণী থেকে দর্শম শ্রেণী পর্যন্ত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে ৩৪৫জন শিক্ষার্থী অধ্যয়ন রয়েছে।

আরএস