পরিষ্কার-পরিছন্নতায় মনমানসিকতা পরিবর্তনের প্রয়োজন

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০৪:১১ পিএম

পরিষ্কার-পরিছন্নতায় আমাদের মনমানসিকতা পরিবর্তনের প্রয়োজন বলে মন্তব্য করেছেন, জেলা প্রশাসক মোশারফ হোসেন খান। 

সোমবার দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিছন্ন শহর, পরিছন্ন গ্রাম কর্মসূচির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, জেলা পরিষদ, পৌরসভার হাটবাজারগুলো পরিষ্কার পরিছন্ন করার দরকার। এইজন্য সংশ্লিষ্টদের অবহিত করতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।

জেলা প্রশাসক আরও বলেন, পরিষ্কার পরিছন্ন শিখাতে হলে বিশেষ করে স্কুল পর্যায় থেকে এ কার্যক্রম শুরু করতে হবে। আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আমাদেরও মন মানসিকতা পরিবর্তন দরকার।

তিনি বলেন, বিদেশে বাড়ির আঙিনা ছবির মতো। সেখানে পরিষ্কার না করলে জরিমানা করা হয়। এখন আমাদেরও পরিবর্তনের সময় হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এইচআর