বাঞ্ছারামপুরে বীর মুক্তিযোদ্ধা মুকবুল হোসেনের ইন্তেকাল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ০১:৪৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বীর মুক্তিযোদ্ধা মুকবুল হোসেন এর দাফন সম্পন্ন হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন বাঞ্ছারামপুর থানার ডেপুটি কমান্ডার ও সাবেক উপজেলা কমান্ডার মুকবুল হোসেন শুক্রবার বিকাল ৫টা ২৫মিনিটে ইন্তেকাল কারেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছে ৭৭বৎসর। উপজেলার ভিটি ঝগড়ারচর গ্রামের নিজ বাড়িতে মারা গেছেন। মৃত্যুকালো তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার সকালে যথাযথ মর্যাদায় (৫আগষ্ট) সকালে ১০ঘটিকায় উপজেলা মাঠে নামাজে জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা মো. মুকবুল হোসেনকে রাষ্ট্রীয় সন্মান গার্ড অব অনার শ্রদ্ধা শেষে নামাজে জানাজার শেষে তাকে দূর্গারামপুর-ভিটি ঝগড়ার কবরস্থানে দাফন করা হয়েছে। রাষ্ট্রীয় সালাম ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী আতিকুর রহমান।

জানাযায় মুকবুল হোসেনের স্মৃতিচারণে বক্তব্যে রাখেন, সাবেক সংসদ সদস্য এম এ খালেক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোঃ রফিক সিকদার, বাঞ্ছারামপুর উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া  বিএনপির কেন্দ্রীয় নির্বাহি সদস্যএডভোকেট জিয়াউদ্দিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার ডাঃ কামাল,বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস,বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক ভিপ আমিনুল ইসলাম সাজ্জাদ, পৌর বিএনপির আহবায়ক এমদাদুল হক সাঈদ, হোমনা উপজেলা সাবেক চেয়ারম্যান এডভোকেট আজিজুল মোল্লা, বাঞ্ছারামপুর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ওমর ফারুক।

আরএস