বাল্য বিবাহ প্রতিরোধে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ০৬:০৫ পিএম

নওগাঁর ধামইরহাটে বাল্য বিবাহ প্রতিরোধে কিশোরী-কিশোরীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালি বের করা হয়। উপজেলার জাহানপুর ইউনিয়ন শিশু ও যুব ফোরামের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এপির সহযোগিতায় এ র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন কিশোরী অংশ গ্রহণ করেন।

শনিবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর সানোয়ারের মোড় থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য প্রমীলা সাইকেল র‌্যালী বের করা হয়।

প্রায় দুই ঘন্টাব্যাপী র‌্যালীটি বড় শিবপুর গ্রামের সানোয়ার মোড়, দৌল্লাপাড়া, খামার পাড়া, বাগমারী, ছোটকানতারা, বড় কানতারা, মুকুন্দপুর প্রদক্ষিণ করে জাহানপুর ইউনিয়ন পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। র‌্যালী উদ্বোধন করেন জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির প্রোগ্রাম অফিসার মুকুল বৈরাগী, ইউপি সদস্য মো. মওদুদ আহমেদ, সংরক্ষিত ইউপি সদস্য ফেরিনা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কল্লোল হাসান শুভ প্রমুখ।

এআরএস