মাটিরাঙ্গাতে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩, ০৮:৫৪ পিএম

হাজার বছরের শ্রেষ্ট বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি,র মাটিরাঙ্গায় আলোচনা সভা ও স্মৃতিচারণ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) সকাল ১১ টার দিকে  মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে  স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্ম বার্ষিকীতে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে  ফ্রিডম স্কোয়ারে শেখ কামালের প্রতিকৃতিতে প্রথমে  পুষ্পস্তবক অর্পণ করেন মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দরা।

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী,  মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী,মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)  ডা.মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা,মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো.আমান উল্লাহ খান, মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.হুমায়ুন পাটোয়ারি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোহতাছিম বিল্লাহ, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো:আতাউর রহমান,  বীর মুক্তিযোদ্ধা মো.আবুল হাশেম, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ,জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,স্বাধীনতার মহান স্থপতি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। একজন ক্রীড়া সংগঠক ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন শেখ কামাল। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যোগদান করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।  শেখ কামাল ঢাকা থিয়েটার এবং লোকগানের মিউজিক্যাল ব্যান্ড দল স্পন্দন শিল্প গোষ্ঠীরও একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

আরএস