মুজিবনগর থানায় ভূয়া অতিরিক্ত আইজিপি পরিচয়ে আটক ১

গাংনী প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩, ০৭:০৩ পিএম

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি পরিচয়ে বিভিন্ন প্রতারণার অভিযোগে মাহফুজুর রহমান জয় (২৪) নামের এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশ।

রোববার (১৩ আগষ্ট) দিবাগত রাতে উপজেলার মোনাখালী গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জয় মোনাখালী গ্রামের মাহবুবুর রহমান ডাবলু’র ছেলে।

মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন

মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল জানান, উপজেলার মোনাখালী গ্রামে মাহফুজুর রহমান জয় নামের এক ব্যক্তি নিজেকে পুলিশের উর্ধতন কর্মকর্তা অতিরিক্ত আইজিপি হিসেবে বিভিন্ন জায়গায় পরিচয় দিতো। এনমকি নিজের ব্যবহৃত ফেসবুক প্রোফাইলেও পুলিশের পোশাক পরা ছবি পোস্ট দিয়ে বিভিন্ন অপপ্রচার চালাতো।

এমন অভিযোগের ভিত্তিতে রোববার (১৩ আগস্ট) দিবাগত রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে জয়কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। তার মোবাইলের গ্যালারিতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পোশাক ও র‍্যাংক ব্যাজ পরিধান করা বিভিন্ন ছবি দেখতে পাওয়া যায়।

তাছাড়া জয়ের মোবাইলে ফেসবুক MD Mahfuzur Rahman (Joy) নামে আইডি লগ-ইন করা প্রোফাইলে পুলিশের অতিরিক্ত আইজিপির পোশাক পরা ছবি পাওয়া যায় এবং ফেসবুক আইডিতে পুলিশ পরিচয়ে বিভিন্ন পোস্ট পাওয়া যায়।

পাশাপাশি জয় মোবাইল ফোনে থাকা ছবি দেখিয়ে সাধারণ মানুষ ও পুলিশ প্রশাসনের মানুষের সাথে দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রতারণা করে আসছে বলেও জানা গেছে। প্রতারণা করার উদ্দেশ্যে পুলিশ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার ছদ্মবেশ ধারণ করে পোশাক পরিধান ও প্রতীকের ছবি ব্যবহার করতো। অপরাধ সংগঠিত করার চেষ্টার অপরাধে এসআই উওম কুমার বাদী হয়ে মুজিবনগর থানায় জয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার নাম্বার ১১।

গ্রেপ্তারকৃত মাহফুজুর রহমান ওরফে জয়ের বিরুদ্ধে পূর্বেও মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এইচআর