কালাইয়ে ৫০০ কৃষককে কৃষি উপকরণ বিতরণ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩, ০১:৫৮ পিএম

বাঁচলে কৃষক বাঁচাবে দেশ, উন্নয়নে বাংলাদশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর সহযোগীতায় ও ঢাকা ব্যাংক লিমিটেড এর অর্থায়নে বৃহস্পতিবার সকালে কালাই পৌরসভার ওমর কিন্ডারর্গাটেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমি মাঠে ৫০০ কৃষকদের মাঝে সার, বীজ ও কীটনাশক বিতরণ করা হয়।

এসময় উপস্থতি ছিলেন কালাই উপজলো কৃষি সম্প্রসারন অফিসার হাফিজার রহমান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ র্কমর্কতা সালজারুল আলম, উপ সহকারী কৃষি অফিসার আতিকুর রহমান, কালাই উপজেলা সিনজেনটা পরবিশেক আসিফ আহমেদ, বিশিষ্ট ব্যাবসায়ী হুমায়ুন কবরি তালুকদার।

এছাড়াও সিনজেনটা বাংলাদশে লিমিটেড ও ঢাকা ব্যাংকের র্কমর্কতাগণ, জয়পুরহাট জেলার সিনজেনটা লিমিটেড পরিবেশকগণ উপস্থিত ছিলেন।

এইচআর