মির্জাপুরে ছাত্রদল নেতা গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩, ০৪:৫৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১আগস্ট) তাকে টাঙ্গাইল জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত হাবিব উপজেলার বানাইল ইউনিয়নের গল্লী গ্রামের আরফান সিকদারের ছেলে।

মির্জাপুর থানার এস.আই আবুল বাশার মোল্লা বলেন, ২০২২ সালে উপজেলার পাকুল্যা এলাকায় সরকার বিরোধী কর্মসূচিতে অংশ নিয়ে হাবিবসহ অন্যরা পুলিশকে উদ্দেশ্য করে ককটেল বিস্ফোরণ-নিক্ষেপের ঘটনা ঘটায়। সেই মামলায় সোমবার দিনগত রাতে পাকুল্যা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, গ্রেপ্তারের পর তাকে সোমবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে এই আসনের সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী অভিযোগ করে বলেন, নির্যাতন-ভয়ভীতি দেখানোর জন্যই পুলিশ হাবিবকে গ্রেপ্তার করেছে, এটি নিন্দনীয় একটি ঘটনা। অবিলম্বে তার মামলা প্রত্যাহারের মাধ্যমে মুক্তির দাবি জানাচ্ছি।

এআরএস