“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই শ্লোগানে যশোরের অভয়নগরে আল আরাফাহ ইসলামী ব্যাংক নওয়াপাড়া শাখার উদ্যোগে বৃক্ষ্যরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে উপজেলার নওয়াপাড়া বাজারে ব্যাংক শাখার নিচে সিএসআর প্রোগ্রামের আওয়াতায় বিভিন্ন প্রজাতীর ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।
আল আরাফাহ ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক এভিপি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, খুলনা জোনাল অফিসের প্রধান এসভিপি আবু সাঈদ মোঃ আব্দুল মান্নাফ।
বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লারের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারন সম্পাদক মোজাফ্ফর আহমেদ, কোষাধ্যক্ষ ও দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, নওযাপাড়া শহরের বিশিষ্ঠ ব্যাবসায়ী নূর আলম পাটোয়ারী, মো. শাহীন রেজা, আব্দুল গফ্ফার।
ব্যাংকের নওয়াপাড়া শাখার দ্বিতীয় কর্মকর্তা কাজী ফারুক হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা জোনের এসপিও শফিউল আজম, এসইও কামরুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লারের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, সদস্য জসীম উদ্দীন বাচ্চু, রাজয় রাব্বি, নওয়াপাড়া শাখার এসপিও শামীম আহমেদ, অফিসার মোল্লা যায়েদ হাসান, সাদ্দাম হোসেন প্রমূখ। জাতীয় শোক দিবস উপলক্ষে সামাজিক বনায়ন কার্যক্রমকে আরও বেগবান করার মাধ্যমে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড কতৃক দেশ জুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কমৃসূচি পালন করা হবে।
আরএস