পদ্মার ভাঙনে ধ্বসে পড়া বিদ্যালয় ভবন নিলামে বিক্রি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩, ০৫:৫৩ পিএম

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৪৬নং চরমুকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নিলামে বিক্রি হয়েছে। উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দর ৫৯ হাজার ৪৮ টাকায় ভবনটি কিনে নেন বিল্লাল হোসেন নামের এক ব্যক্তি।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের পাশেই উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। হরিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. মাইনুল ইসলাম বলেন, ২০০৬ সালে নির্মিত বিদ্যালয় ভবনটি কত টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল সেটা আমার জানা নেই। নিলাম কমিটির সদস্য আমিসহ উপজেলা পরিষদের চেয়ারম্যান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধুলশুড়া ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয় জনগণ এবং নিলামে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে উন্মুক্ত নিলাম দেয়া হয়। ভবনটি ১০ দিনের মধ্যে ভেঙে নিয়ে যেতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যালয়টিতে ২০ জন শিক্ষার্থী ছিল। তাদের অনেকের ঘরবাড়ি বিলীন হওয়ায় পরিবারের সাথে দূরে চলে গেছে। যারা আশেপাশে আছে, পার্শ্ববর্তী ধুলশুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আগামী রোববার থেকে তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রম চলবে।

স্থানীয়রা জানান, ধুলশুড়া ইউনিয়নের আবিধারা এলাকায় সোমবার (২১ আগস্ট) দিবাগত রাতে হঠাৎ শুরু হওয়া ভাঙনে প্রায় ৩০ মিনিটের মধ্যে ১২টি পরিবারের ঘরবাড়ি ভেঙে যায়। এ পর্যন্ত অন্তত ২৪টি পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনে চরমুকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি এক-তৃতীয়াংশ ধ্বসে পড়ে।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, ইতোমধ্যে কয়েকশ‍‍` বালুভর্তি জিও ব্যাগ এবং জিও টিউব ফেলা হয়েছে। গ্রামটি রক্ষায় পাউবোর সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।

এইচআর