খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি রেঞ্জে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর বনে অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পার্বত্য চট্রগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মো.রেজাউল করিম চৌধুরীর নির্দেশে নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মো.মতিউর রহমান ফরেষ্টারদের সাথে নিয়ে নাড়াইছড়ি রেঞ্জের আওতাধীন বাবুছড়া নামক এলাকা থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার পূর্বক সুস্থ অবস্থায় নাড়াইছড়ির রেঞ্জের গহিন জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
পরিবেশকর্মীরা বলছেন, বনজঙ্গল ও গাছপালা উজাড় হওয়ায় প্রায় সময় খাদ্যের সন্ধানে লোকালয়ে বেরিয়ে এসে স্থানীয়দের হাতে লজ্জাবতী ধরা পড়ে প্রাণ হারাচ্ছে। এসব বন্যপ্রাণীকে রক্ষা করতে হলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দেরও সচেতন করতে হবে।
নাড়াইছড়ি রেঞ্জকর্মকর্তা মো.মতিউর রহমান বলেন,লজ্জাবতী বানর নিশাচর প্রাণী। পরিবেশের জন্যও ভালো। কারও ক্ষতি করেনা। এসব প্রাণীদের ধরা উচিত নয়। ধরা পড়লে আমাদের দ্রুত জানাবেন। আমরা উদ্ধার করব। আর কেউ যদি ধরে হত্যা করে তবে সংশ্লিষ্ট আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এইচআর