বরিশালে একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্ত ৩৫৪

বরিশাল ব্যুরো প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৬:৩৪ পিএম

বরিশাল  বিভাগের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু এবং ৩৫৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। শুধু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ৫৪,পটুয়াখালী  মেডিকেলসহ জেলায় ৬৯, ভোলায় ৫৬, পিরোজপুরে ৪৭, বরগুনায় ৪২, ঝালোকাঠী ১১ ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী সব মিলিয়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১১২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। মৃত ব্যাক্তিরা হলেন বরিশাল জেলার ৩ জন,পটুয়াখালী ২ জন, মাদারীপুরের ১ জন, মঠবাড়িয়ার ১ জন বাসীন্দা। বিভাগে চলতি বছরে এনিয়ে ডেঙ্গুতে ৬৯ জনের মৃত্যু হয়েছে।

এআরএস