পূবাইলে কাভার্ডভ্যান-অটোরিকশার সংর্ঘষে নিহত ২

পূবাইল ও পূর্বাচল প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৯:০৩ পিএম

গাজীপুর মহানগরীর টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে পুবাইল থানাধীন রেল গেট এলাকায় কাভার্ডভ্যান-অটোরিকশার সংর্ঘষে দুইজন নিহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটায় পুবাইল বাসস্ট্যান্ড ও খোকন ফিলিং স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ৪জন যাত্রী নিয়ে পুবাইলের দিকে আসছিল। এসময় কালীগঞ্জগামী একটি কাভার্ডভ্যানের সাথে ব্যাটারি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালক ও যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মাহবুব উজ জামান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে একটি ব্যাটারি চালিত অটোরিকশার সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষে ঘটোস্থলে একজন নিহত হন। এঘটনায় আহত অপর ৪জনকে হাসপাতালে আনার পথে আরো একজন মারা যান। বাকী ৩ জন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এআরএস