প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশ সদস্য আটক

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৮:৫১ পিএম
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশ সদস্য আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে এক বুদ্ধিপ্রতিবন্ধী(২০) তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশ সদস্য ইমাম হোসেন(৩২) কে আটক করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়ের মূলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে বালিথুবা পূর্ব ইউনিয়নের মূলপাড়া এলাকায় গ্রাম পুলিশ সদস্য ইমাম হোসেন বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ওই তরুণীর অস্বাভাবিক চলাচল এবং জিজ্ঞাসাবাদে জানায় ইমাম হোসেন তাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনায় কিশোরীর বাবা গত ১৮ সেপ্টেম্বর সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, বুদ্ধিপ্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশ সদস্য ইমাম হোসেনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এআরএস

AddThis Website Tools