নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সবজি বিক্রেতা আক্কাস সিকদার (৪৫) হত্যা কাণ্ডে জড়িত মূলহোতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন, মিজমিজি বাতান পাড়া এলাকার আব্দুল বাতেনের ছেলে মো. জোবায়ের হোসেন (২২) ও জয়নাল আবেদীনের ছেলে (২০)।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি সাংবাদিকদের জানান, ১৯ সেপ্টেম্বর ভোরে সবজি বিক্রেতা আক্কাস সিকদার হত্যা কান্ডের রহস্য উন্মোচন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন স্হানের সিসি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে হত্যা কান্ডের মূল হোতাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও নগদ এক হাজার দুইশত টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশ সুপার বলেন, চারজন ছিনতাইকারী ছিনতাইয়ের জন্য সবজি বিক্রেতা আক্কাসের পথ গতিরোধ করে। এসময় আক্কাস ছিনতাইকারীদের বাধা দিলে ছিনতাইকারীরা আক্কাসকে ছুরিকাঘাত করে নগদ পনের হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
মুমূর্ষু অবস্থায় আক্কাসকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে আক্কাসের ভাই ইব্রাহিম সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তিনি বলেন হত্যাকাণ্ডে জড়িত অপর দুই আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এইচআর