মাটিরাঙ্গায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৭:৪৮ পিএম

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও ডিমের বাজারের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অসাধু ব্যবসায়ী ও একটি ডিম উৎপাদনকারী ফার্মকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলের দিকে  খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে ডিম বিক্রয় করার অপরাধে উপজেলার পলাশপুর এলাকায় ডিম উৎপাদনকারী একটি ফার্মের ম্যানেজারকে কৃষি বিপনন আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক  আদায় করা হয়।এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এআরএস