খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্ত দিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা
বিপুল পরিমান ভারতীয় ঔষধ ও প্রসাধনী সহ চোরাচালান চক্রের মো. হানিফ (৪২),কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রবিবার (২৪সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর দিক-নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানা পুলিশের একটি চৌকস দল রামগড় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রামগড় বাজারে ১নং পৌর ওয়ার্ডের বল্টুরাম ইসলামপুর মো. মামুনের সেমিপাকা বসতঘরের ভেতরে বামপাশের কক্ষ থেকে আসামী মো. হানিফ (৪২),কে ১৪ প্রকারের ভারতীয় ঔষুধ এবং প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। যাহার আনুমানিক মূল্য-২,৮৪,৩১০/— (দুই লক্ষ চুরাশি হাজার তিনশত দশ) ভারতীয় রুপি।
গ্রেপ্তারকৃত আসামী মো. হানিফ (৪২) খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার বল্টুরাম টিলা এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে।আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যাবস্থা ও মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন থানা পুলিশ।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন মাদক ও সীমান্তবর্তী এলাকায় চোরাচালান চক্রের অপতৎপরতা রোধে খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরএস