ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু পাঠচক্র কার্যলয়ে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মহেশপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর শেখ হাসেম আলী পাঠান, জেলা কৃষকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা হাজী শরিফুল ইসলাম,যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাজু মুন্সি, জেলা যুবলীগের সদস্য আব্দুল জলিল,জেলা ছাত্রলীগের সাবেক সদস্য হাফিজুর রহমান মিঠু,উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক ইয়াকুব আলী,জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য নুর হোসেন,পৌর যুবলীগের সাবেক সহ সভাপতি আলতাপ হোসেন, উপজেলা কৃষকলীগের সাবেক সাংগঠিক সম্পাদক আশারুল ইসলাম, নেপা ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক বিল্পব হেসেন,যুগ্ন-আহবায়ক রনি আহম্মেদসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় কালে সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ বলেন, সাংবাদিকগন জাতির বিবেক,সমাজের দর্পণ, আপনারা জাতি সঠিক সময়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে সত্যটা প্রচার করে জাতিকে জানাতে অগ্রনী ভুমিকা পালন করে থাকেন। আমি (২০১৪-২০১৯ সাল) এমপি থাকা পর্যন্ত কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা উন্নয়নে যা করেছি তা অনেকে দশ বছরেও করতে পারেনি। ইতিমধ্যে আপনারা তার সুফল পাচ্ছেন। আমি কপোতাক্ষ নদ খননের জন্য কাজ করেছি তাই আজ নদের নাব্যতা ফিরে এসেছে। দখল মুক্ত হয়েছে নদের পাড়। রাস্তা ঘাট,প্রাইমারী স্কুল,হাইস্কুল, কলেজ মাদ্রাসা মন্দির,কালভাট ব্রীজ সহ অসংখ্য কাজ হাতে নিয়ে করতে সক্ষম হয়েছিলাম। যদি এবার জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দেয় তাহলে কোটচাঁদপুর ও মহেশপুর হবে উন্নয়নের রোল মডেল।
আরএস