ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩, ০৭:২৩ পিএম

নেত্রকোনার পূর্বধলায় ভিমরুলের কামড়ে সিয়াম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। শিশু সিয়াম ওই এলাকার মনিরুজ্জামানের ছেলে।

শিশুটির পরিবার জানায়, গত কয়েকদিন ধরে সিয়াম একটি বিড়াল ছানা পুষছিল। রোববার বিকেল ৪টার দিকে বিড়াল ছানাটি ঘর থেকে দৌঁড়ে  বাড়ির পেছনে চলে যায়। এসময় সে ওই ছানাটিকে ধরে আনতে গিয়ে হঠাৎ ভিমরুলের আক্রমনে পড়ে। বাড়ির পেছনে গাছে থাকা ভিমরুলের চাক থেকে একসঙ্গে অনেকগুলো ভিমরুল তাকে কামড় দেয়। এসময় তার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

সেখানে জরুরি বিভাগে চিকিৎসার পর রোববার রাতে তাকে বাড়িতে নিয়ে যায়। সোমবার সকালে আবারও হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার দেখানোর পর শিশুিিটকে নিয়ে বাড়ি চলে যায়। দুপুরে শিশুটির সারা শরীর নীল বর্ণ হয়ে গেলে আবারও তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মৌসুমী চক্রবর্তী।

এআরএস