রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন এলাকায় শারদীয় দূর্গাপূজা উৎস উপলক্ষে দুইটি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করেছে ৬-ইস্ট বেঙ্গল বাঘাইহাট জোন।
মঙ্গলবার সকালে পূজামন্ডপ উদযাপন কমিটির নিকট নগদ অর্থ শুভেচ্ছা উপহার প্রধান করেন, লেফটেন্যান্ট কর্নেল মো. তৌহিদুর রহমান, পিএসসি, জোন কমান্ডার, বাঘাইহাট জোন, অধিনায়ক ৬-ইষ্ট বেঙ্গল।
এ সময় বাঘাইহাট ৬নং আদর্শ পাড়া শ্রীশ্রী বাঘাইহাট কৃষ্ণ মন্দিরের সভাপতি শুভ চৌধুরী নিকট ১০ হাজার টাকা এবং মাসালং এলাকায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রম মন্দিরের সভাপতি শ্রী পূর্নধর ত্রিপুরার নিকট ১০ হাজার টাকা, সর্বমোট ২০ হাজার টাকা উপহার স্বরূপ প্রদান করেন। নগদ অর্থ শুভেচ্ছা উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন,শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটিগন।
এইচআর