বরিশালে ১৭৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

বরিশাল ব্যুরো প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৩, ০৪:০৩ পিএম

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত জেলার বাবুগঞ্জ উপজেলার মেধাবী ১৭৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সংবর্ধনা প্রদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

বাবুগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী আশু-বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. আতিকুর রহমান আতিক।

ফাউন্ডেশনের সভাপতি মো. বজলুর রহমান মাস্টারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, ঢাবির ডিন কলা অনুষদ অধ্যাপক ড. আব্দুল বাছির, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অনুষদ অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রাইহাল আহমেদ পিএসসি, অতিরিক্ত ডিআইজি মো. আজাদ মিয়া।

বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নুসরাত জাহান শিমু, প্রভাষক আনিকা সাম-আ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক আক্তারুজ্জামান মিলন, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম মিঠু প্রমুখ। সবশেষে উপজেলার ১৭৫ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

এআরএস