খাগড়াছড়িতে ১১শ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩, ১২:০৮ পিএম

মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ দেশীয় তৈরী চোলাই মদ ১১শ‍‍`৫২ লিটার রেজিষ্টেশন বিহীন মিনি পিকআপ গাড়ি উদ্ধারসহ আইয়ুব আলী (৩৫)নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছ থানা পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া এর নেতৃত্বে মাটিরাঙ্গা থানার চৌকস পুলিশ দল মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড মাটিরাঙ্গা বাজারস্থ পুলিশ বক্সের সামনে খাগড়াছড়ি টু ঢাকা/চট্টগ্রাম গামী মহাসড়কের উপর সাড়ে ১১শ‍‍` লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও এই মাদক বহন কাজে ব্যবহৃত ১টি রেজিঃ বিহীন মিনি পিকআপ গাড়িসহ আসামী আইয়ুব আলী (৩৫)কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আইয়ুব আলী (৩৫) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বড়ইতলী ইউনিয়ন এর প্রহর চান্দা গ্রামের  সুলতান মাহমুদ এর ছেলে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

এইচআর