নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দ্বায়ে আটক ১৬

জাজিরা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩, ০৩:৪৬ পিএম

শরীয়তপুরের জাজিরায় নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৬ জেলেকে আটক করেছে মাঝিরঘাট নৌ-পুলিশ এবং উপজেলা মৎস্যবিভাগ। এ সময় প্রায় ২০ কেজি মা ইলিশ ও প্রায় ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৯টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

শনিবার পদ্মা নদীতে মাঝির ঘাট নৌ-পুলিশ ও উপজেলা মৎসঅধিদপ্তরের যৌথ অভিযানে জেলেদের আটক করা হয়।জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেলআটককৃত ১৬ জনের মধ্যে ১২ জেলেকে ৭ দিন বিনাশ্রমকারাদণ্ড এবং ৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ৫ হাজার টাকা জরিমানা করে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়। এছাড়া জব্দ করা মাছ বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ এবং জাল পুড়িয়েধ্বংস করা হয়।

এইচআর