আশুলিয়ায় যাত্রীবাহী লেগুনা সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার আব্দুল্লাহপুর বাইপাইল সড়কের জামগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে যায়। ৮ থেকে ১০ জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাচ্ছিল। এ সময় লেগুনাটি সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে গেলে ৫ থেকে ৬ জন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
নিহতরা হলেন, আশুলিয়ার এনভয় গার্মেন্টস লিমিটেডের সুপারভাইজার বদরুল আলম গাজী (৩৮) ও ইউনিমাস স্পোর্টসওয়্যার লিমিটেড কারখানার সিনিয়র অপারেটর হৃদয় মিয়া (৩৫)। কারখানা ছুটি হওয়ার পর বাসায় ফিরছিলেন তারা।
এ ঘটনায় আহতরা হলেন, বিলকিস (৩০), সুব্রত পাল (৩২) ও নূরুল ইসলাম (৫০)। আহত নুরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৫ জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করে।
ইএইচ