খাগড়াছড়িতে টায়ার জ্বালিয়ে-গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩, ০৯:২১ পিএম

সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে গাছের গুঁড়ি এবং সড়কে টায়ার জ্বালিয় বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির প্রথম দিন পালিত হয়েছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে জেলার বিভিন্ন উপজেলায় এ কর্মসূচি পালন করে বিএনপি  জামায়াতের পিকেটাররা।

খাগড়াছড়িতে বেলা বাড়ার সাথে সাথে পিকেটারদের উপস্থিতি কমতে থাকে। এদিকে অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় একদিন আগে থেকে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

জেলার গুরুত্বপূর্ণস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) রাত থেকে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে ত্রক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা জেলার  বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে টহল দিতে দেখা গেছে। অবরোধের কারণে সড়কে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

এআরএস