রাঙামাটিতে দুর্ঘটনা: পলাতক বাস চালক গ্রেপ্তার

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৩, ০৬:০৮ পিএম

রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকায় সিএনজি অটোরিকশাকে চাপা দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত বাস দুর্ঘটনার পলাতক চালক নুরুল আবছারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারে কার্যালয়ে সংবাদ সম্মলনে এ তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহম্মদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ রাজু, সদর সার্কেল জাহিদ হোসেন, কোতোয়ালী থানার অফিসার (ওসি) ইনচার্জ মো. আরিফুল আমিন প্রমুখ।

সংবাদ সম্মলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহম্মদ জানান, বাস দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। পরে নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ চালক নুরুল আবছারকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

রাঙ্গামাটি জেলা পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে গত ৮ নভেম্বর রাত অনুমান সাড়ে এগারটার চট্টগ্রাম পাঁচলাইশ থানাধীন জামিয়াতুল সুন্নিয়া মাদ্রাসা এলাকা থেকে অভিযান পরিচালনা করে বাস চালক নুরুল আবছারকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাঙামাটি জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখার (ডিবি)’র একটি টিম, সাইবার ক্রাইম মনিটরিং সেল এবং কোতয়ালী থানা পুলিশ কাজ করে।

গত শনিবার (৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের ভেদভেদী বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের গাড়ি নম্বর: চট্টমেট্রো-জ ১১-০০১৮ ধাক্কায় সিএনজি-অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হন আরও চারজন।

এআরএস