ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে সাগরে ভাসতে থাকা ১৫ জেলে উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ০৮:১৫ পিএম

ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে সাগরে ভাসতে থাকা ১৫ জেলেকে উদ্ধার করেছে বনবিভাগ। 

গত ১৭ নভেম্বর সকালে মান্দারবাড়িয়া বনবিভাগের ফাঁড়ি ইনচার্জ আল-আমিন হোসেনের নেতৃত্বে সদস্যরা টহলরত অবস্থায় ঘূর্ণিঝড় মিধিলির কবলে পড়ে সাগরে ভাসতে থাকা ১৫ জেলেদের দেখে উদ্ধার করেন। 

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ মুহূর্তে তারা মান্দারবাড়িয়া বনবিভাগের অফিসে রয়েছে। 

আজ ১৮ নভেম্বর শনিবার সকালে তাদের নিয়ে শ্যামনগরের বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিসে নিয়ে আসা হবে। উদ্ধারকৃত জেলেদের ১৪ জন বাগের হাটের আর একজন ভোলা জেলার বাসিন্দা।

বাগেরহাটের বাসিন্দারা হলো মোরশেদ শেখের ছেলে রাসেল শেখ, রাজিব শেখ, আহম্মদ শেখের ছেলে ওহিদুল শেখ, মৃত ইছাক শেখের ছেলে দাউদ শেখ, গোলাম মোস্তফার ছেলে ইসরাফিল শেখ, ইমান আলী শেখের ছেলে রেজাউল শেখ, খোরশেদ শেখের ছেলে সুলতান শেখ, জুলফিকার শেখের ছেলে মাহাবুব শেখ, আব্দুল হাকিমের ছেলে আলী আকবর শেখ, নজরুল ইসলামের ছেলে বাবুল শেখ, আজিজ শেখের ছেলে আব্দুল হালিম, জলিল শেখের ছেলে গোলাম আযম, সাহেব আলীর ছেলে হুমায়ুন আকন্দি, গনি শেখের ছেলে মনি শেখ।

একই সাথে ভোলার চরফ্যাশনের মৃত কাজলের ছেলে আব্বাসকে উদ্ধার করেছে বনবিভাগ। সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা একেএম ইকবাল হোসাইন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৷

এআরএস