চাঁপাইনবাবগঞ্জে গান পাউডার-গাঁজাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩, ০৪:০২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে চার কেজি ৪২০ গ্রাম গান পাওয়ার ও দুই কেজি কয়লাসহ একজনকে এবং ৬ কেজি গাঁজাসহ অরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গান পাওডারসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা গ্রামের মো. মফিজুল ইসলামের ছেলে মো. ইসমাইল (২৫)। এছাড়া গাঁজাসহ গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা সাতরশিয়া মান্নান মোড় এলাকার মো.  এরশাদ আলীর ছেলে মো. রিপন ( ২০)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, রোববার (১৯ নভেম্বর) রাত ২টায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মহারাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা গ্রামে অভিযান চালায় র‌্যাব। অভিযানে চার কেজি ৪২০ গ্রাম গান পাউডার ও ২ কেজি কয়লাসহ মো. ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। 

রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার জন্য এ গান পাউডার সংরক্ষণ করা হয় বলে র‌্যাব জানায়। এ ব্যাপারে জেলার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাবের অপর অভিযানে জেলা শহরের বিশ্বরোড মোড় থেকে  কেজি গাঁজাসহ রোব্বার রাতে মো. রিপনকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

এআরএস