স্বামীর সুস্থতায় কিডনি দিলেন স্ত্রী

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ০৫:০৬ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের ভোলারদাইর গ্রামের ফরজ আলীর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে।

কিডনিজনিত সমস্যা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন। ডাক্তার তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলে স্বামীর জীবন রক্ষায় স্ত্রী নারগীছ খাতুন তার একটি কিডনি দেন।

অধ্যাপক ডা. কামরুল ইসলাম, রাজধানীর শ্যামলীতে নিজের প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন।

অস্ত্রোপচারের পরে ফরজ আলী ও তার স্ত্রী নারগীছ খাতুন সুস্থ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতাল কর্তৃপক্ষ।

চিকিৎসার ব্যয় নির্বাহ করতে গিয়ে তিনি সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন বলে তার পরিবার সূত্রে জানা যায়। চিকিৎসাকালীন সার্বক্ষণিক যোগাযোগ করেছেন ভোলারদাইর ও স্থানীয় এলাকাবাসী, ও মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান রাজ্জাক খান রাজ, ফরজ আলী ও তার পরিবার সবার নিকট দোয়া চেয়েছেন।

এইচআর