বরগুনা ১ আসনে নৌকা চান ২২ প্রার্থী

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ১১:৩০ এএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ বরগুনা সদর, আমতলী, তালতলী সংসদীয় আসনে ২২জন আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্র করেছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫২ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন যা সারা দেশের মধ্যে একটি আসন থেকে সর্বোচ্চ।

মনোনয়ন সংগ্রহকারী নেতারা হলেন, বরগুনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য ও সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য এসএম মশিউর রহমান, এস এম মশিউর রহমান শিহাব, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গোলাম সরোয়ার টুকু, সাবেক সচিব মিহির কান্তি মজুমদার, বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজ, আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ছরোয়ার ফোরকান, বরগুনা পৌরসভার সাবেক মেয়র মো.শাহজাহান, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা, জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি হুমায়ুন কবীর, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষনা উপকমিটির সদস্য মনিরুজ্জামান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা খলিলুর রহমান কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষনা উপকমিটির সদস্য রফিকুল ইসলাম,কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা নাসরিন, বরিশাল মহিলা শ্রমিকলীগের সভাপতি মেহেরুন নেছা, জেলা যুবলীগের সহসভাপতি এলমান উদ্দীন আহমেদ,সাবেক সংসদ দেলোয়ার হোসেনের মেয়ে ফারজানা সুমি,ঢাকা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি গাজী মো.শাহ আলম, গ্রামীন ব্যাংকের সাবেক ডিজিএম বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দীন বিশ্বাস, ইদ্রিস আলী মোল্লা।

উল্লেখ ২০১৮ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের মধ্যে এ আসন থেকে  সর্বোচ্চ ৫২ জন আওয়ামী লীগের নেতাকর্মীরা মনোনার ফরম সংগ্রহ করেছিলেন।

এইচআর