কুলিয়ারচরে ঝোঁপঝাড়ের ডোবায় পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩, ০১:১১ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ঝোঁপঝাড়ের ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী বাসস্ট্যান্ড সংলগ্ন অষ্টগ্রাম অটোরাইস মিল সংলগ্ন কালভার্টের নিচে ঝোঁপঝাড় সংলগ্ন ডোবার পাড়ে কাদা পানি থেকে লাশটি উদ্ধার করে কুলিয়ারচর থানা পুলিশ।

পুলিশ জানায়, বিবস্ত্র ব্যক্তির লাশ ডোবায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। লাশটির শরীরের বিভিন্ন স্থান পঁচে গলে পড়ে যাওয়ায় পরিচয় সনাক্ত করা যায়নি। লাশের মুখে ক্ষত চিহ্ন ও ডান হাতের আঙ্গুলের অগ্রভাগ পোকে খাওয়া রয়েছে। ডান পায়ের গোড়ালি থেকে নেই।

কুলিয়ারচর থানার তদন্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, সকালে স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়।

এআরএস