ফেনীতে চলছে সাদপন্থিদের তিন দিনব্যাপি ইজতেমা

ফেনী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ১১:৩৫ এএম

ফেনীতে তাবলিগ জামাতের  মাওলানা সাদপন্থিদের জেলা ইজতেমা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) ফজরের পর থেকে আমবয়ানের মধ্য দিয়ে শহরতলীর রামপুরে শুরু হওয়া এ ইজতেমা চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত।

আয়োজকরা জানায়, ইজতেমায় লক্ষাধিক মুসল্লির সমাগমের সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। আগত মুসল্লিদের জন্য ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী তিনদিন পর্যন্ত খাবার ও পানি সরবরাহ করছেন। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের সেবায় ২০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে।

[270729]

ফেনী জেলা তাবলীগ জামায়াতের আমির হাফেজ মাওলানা নুর উদ্দিন বলেন, ইজতেমা বাস্তবায়ন কমিটির একটি টিম জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করে প্রশাসনিক অনুমতি নিয়েছে।

তিনি আরও বলেন, গত ১৫ দিন ধরে মাঠ প্রস্তুতে নিয়োজিত ছিলেন অন্তত ৫০০ ধর্মপ্রাণ মুসল্লি। ইজতেমায় আগত মুসল্লিদের জন্য পর্যাপ্ত টয়লেট, গোসলখানা ও অজুখানার সুব্যবস্থা করা হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ইজতেমার নিরাপত্তায় পুলিশ সদস্যরা সার্বক্ষণিক মাঠে থাকবে।

এআরএস