লবণবাহী ট্রাকে ৯০ কোটি টাকার আইস, চালক-হেলপার আটক

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ০৫:১২ পিএম

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোষ্টে তল্লাশীর সময় লবণবাহী ট্রাক থেকে ১৮ কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে ৩০ বিজিবির সদস্যরা। এসময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে ট্রাকটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত আইসের বর্তমান বাজারমূ্ল্য ৯০ কোটি টাকা।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে ৩০ বিজিবির ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

আটকরা হলেন- ট্রাকটির চালক টেকনাফের নোয়াখালী পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে কেফায়েত উল্লাহ (৩৮) ও তার সহকারী হেলপার মহেশখালীয়া পাড়ার আবু বক্করের ছেলে মোহাম্মদ হারুন (২৩)।

লে. কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন- বৃহস্পতিবার রাতে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি লবণবাহী ট্রাক মরিচ্যা চেকপোস্টে থামানো হয়। তারপর চালক-হেলপারকে জিজ্ঞাসাবাদ করার পর সন্দেহ হলে পরবর্তীতে ওই ট্রাকটির লবণের কিছু অংশ সরালে বেরিয়ে আসে আইসের প্যাকেট। ১৭ টি প্যাকেটে মোড়ানো মোট ১৮ কেজি ২০ গ্রাম আইস উদ্ধার করা হয়।

তিনি বলেন- আটক হেলপারকে নিয়ে আইসের মালিকের বাড়ি টেকনাফের সাবরাংয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে নগদ অর্থ, পাসপোর্ট ও মোবাইল জব্দ করা হয়। মূলত আইসের দ্বিতীয় বৃহত্তম চালানটি যাচ্ছিলো ঢাকার উদ্দেশ্যে।

বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মেহেদী হোসাইন কবির বলেন- সামনে নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে যেনো কোন অপরাধী প্রবেশ করতে না পারে সে জন্য বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও সীমান্তের নিরাপত্তায় সর্বদা টহল জোরদার রয়েছে।

এআরএস