ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩, ০৩:৪৫ পিএম
ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে গৃহবধূর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় পারিবারিক কলোহের জেরে গ্যাস ট্যাবলেট খাওয়ায় ফজিলা খাতুন (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত ফজিলা খাতুন নুরপুর মালঞ্চি এলাকার ইউনুছ আলীর স্ত্রী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলোহের জেরে শনিবার ভোর রাতের কোন এক সময় সে বাড়িতে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা জটিল দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পরে রামেকে নেওয়ার পথে ফজিলার মৃত্যু হয়।

[271221]

বাগাতিপাড়া মডেল থানার অফিয়ার ইনার্জ (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত গৃহবধূ ফজিলা খাতুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

এআরএস

AddThis Website Tools